চোট কাটিয়ে লামিনে ইয়ামাল মাঠে ফেরেন সেপ্টেম্বরের শেষ দিকে। খেলেন রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। ২-১ গোলে জয়ের ম্যাচে খেলেন বদলি হিসেবে। তবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে স্প্যানিশ তরুণ তুর্কি পিএসজির বিপক্ষে খেলেন পুরো ৯০ মিনিট। তবে এবার ২-১ গোলে হার মানে কাতালান জায়ান্ট ক্লাবটি।
স্পেনের জন্য লামিনে ইয়ামালকে ছাড়তে চায়নি বার্সেলোনা। কেননা সদ্যই চোট কাটিয়ে কাতালান ক্লাবের হয়ে মাঠে ফিরেছেন তিনি। নতুন করে ব্যস্ত সূচিতে ফেরাতে চায়নি বার্সা কর্তৃপক্ষ। সম্ভাব্য ইনজুরি থেকে দলের তারকা এ ফুটবলারকে রক্ষাই ছিল এ পরিকল্পনার মূল উদ্দেশ্য।
সেরা হওয়ার দৌড়ে এগিয়েছিলেন উসমান দেম্বেলে। অবশেষে সবার প্রত্যাশাই সত্যি হলো। ফরাসি এ ফরোয়ার্ডের হাতেই উঠল এবারের ব্যালন ডি'র ট্রফি। সেরা হওয়ার লড়াইয়ে হারিয়ে দিয়েছেন বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে। বর্ণিল ফুটবল ক্যারিয়ারে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জিতলেন।
প্রাক মৌসুম প্রীতি ফুটবল ম্যাচে এফসি সিউলকে ৭-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা। সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে সফরকারীদের হয়ে দুইবার জালের দেখা পান লামিনে ইয়ামাল। কাতালানদের আইকনিক জার্সিতে প্রথমবারের মতো গোল করে স্বপ্নপূরণের আনন্দে ভাসছেন এই স্প্যানিশ ফুটবলার।